প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 24, 2025 ইং
নাশকতার পরিকল্পনার মামলায় অভয়নগর আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীকে কারাগারে

নিজস্ব প্রতিবেদক : নাশকতার পরিকল্পনার মামলায় অভয়নগর আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে যশোরের একটি আদালত। রোববার আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী।
আসামিরা হলো, অভয়নগরের জিয়াডাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, ফিরোজ খাঁ, মাগুরা গ্রামের রুহুল আমিন, ইকরাম হোসেন, বাচ্চু বিশ্বাস, বনগ্রামের মুরাদ হোসেন, আফজাল হোসেন, আমডাঙ্গা গ্রামের রাশেদ, ধোপদী গ্রামের নাহিদ হাসান, আশিক, ইকরাম, জহির ও চলিশিয়া গ্রামের শাকিল ওরফে সাকির।
মামলার মামলার অভিযোগে জানা গেছে, ১৫ আগস্ট রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধোপাধী দক্ষিপাড়ায় নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হন। এ ঘটনায় অভয়নগরের প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহম্মেদ গত ১৬ আগস্ট অভয়নগর থানায় ৩০ জনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পানা ও সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মামলা করেন। এ মামলার ১৪ আসামি রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ