প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 23, 2025 ইং
কেশবপুরে সাবেক ভাইস চেয়ারম্যান ছাত্রলীগ নেতা পলাশ মল্লিক গ্রেফতার

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহŸায়ক পলাশ কুমার মল্লিককে ছাত্র-জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে উপজেলার মজিদপুর গ্রাম থেকে ছাত্র-জনতা তাকে আটক করে থানায় সোপর্দ করে। পুলিশ শনিবার পলাশ কুমার মল্লিককে আদালতে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৯ সালে পলাশ কুমার মল্লিক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে পাঁচ বছর দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহŸায়ক ছিলেন। শুক্রবার রাতে উপজেলার মজিদপুর গ্রাম থেকে পলাশ কুমার মল্লিককে ছাত্র-জনতা আটক করে থানায় সোপর্দ করে।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ছাত্র-জনতা পলাশ কুমার মল্লিককে আটক করলে সেখানে আমাদের পুলিশের টিম পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তার আগেই তারা পলাশ কুমার মল্লিককে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে যুবলীগ নেতা মধ্যকুল এলাকার জামাল উদ্দিনের বাড়িতে ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেফতার করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ