প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 21, 2025 ইং
যশোরের শার্শা গোগা সিমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির অভিযানে পাচারকারীসহ আটক-৮

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে
ভারতে যাওয়ার সময় বাংলাদেশি ৮ জন নারী ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড
বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক
আসামীরা হলেন,ফাহিমা খাতুন (২২),মমিনা বেগম (৩৫),জান্নাতুল ফেরদৌস
(৩৯),সুবাশ বিশ্বাস (৬০),পিতো বিশ্বাস (৬২),অর্পনা বিশ্বাস (৪৩),সাধনা
বিশ্বাস (৫৫),হাবিবুর রহমান (৩৩),আটক আসামীরা বিভিন্ন জেলার।
বুধবার(২০
আগস্ট) বিজিবি জানায় শার্শা থানাধীন গোগা বিজিবি ক্যাম্পের টহলদল ১৯ আগস্ট
সন্ধ্যা সাত টার সময় গোগা গাজীপাড়া গ্রামে টহল দেওয়ার সময় সালামের মোড়
এলাকায় কয়েকজনকে ভারতে যাওয়ার চেষ্টা করতে দেখে। বিজিবি উপস্থিতি টের
পেয়ে তারা পালানোর চেষ্টা করলে টহলদল তাদের আটক করে।
আটককৃত আসামীরা স্বীকার বলেন যে তারা বৈধ কাগজপত্র বা পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।
খুলনা
ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার
জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে জানা যায় যে গোগা বিওপি’র দায়িত্বপূর্ণ
সীমান্ত এলাকা দিয়ে পাচারকারীরা অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের বাংলাদেশ হতে
ভারতে প্রবেশ করাতে পারে।
উক্ত
সংবাদের ভিত্তিতে গোগা বিওপি‘র একটি টহল দল শার্শা থানাধীন গোগা গ্রামস্থ
সালামের মোড় নামক স্থান থেকে ১৯ আগস্ট ২০২৫ তারিখ সাড়ে সাত টার সময় ২ জন
পুরুষ, ৫ জন মহিলা এবং ১ জন পাচারকারীসহ সর্বমোট ৮ জন বাংলাদেশী নাগরিক আটক
করে।
উল্লেখ্য,
হাবিবুর রহমান আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য
সীমান্ত এলাকা দিয়ে তার নিজস্ব অটোযোগে নিয়ে যাচ্ছিল। আটককৃত বাংলাদেশী
নাগরিকদের (ধুর এবং পাচারকারী) শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি
অধিনায়ক আরো জানান যে সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ
রোধকল্পে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি
সীমান্তবর্তী জনসাধারণকে প্রতিনিয়ত প্রেষণা প্রদান করা হচ্ছে বলে জানান
বিজিবি কর্মকর্তা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ