প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2025 ইং
ঝিকরগাছার সাইফুল ভারতীয় চোরাই মোবাইল ব্যবসার কথা স্বীকার করে জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক: ৪৪ ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ আটক ঝিকরগাছার ইলেকট্রনিক্স ব্যবসায়ী সাইফুল ইসলাম আদালতে স্বীরোক্তি জবনবন্দি দিয়েছে। ভারতের চোর সিন্ডিকেটের লোকজন পাসপোর্ট যাত্রীদের মাধ্যমে তার কাছে মোবাইল ফোন পৌঁছে দিতো। দীর্ঘ তিন বছর ধরে ভারতীয় চোরাই মোবাইলের ব্যবসা করে বলে জানিয়েছে সাইফুল ইসলাম। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রাণী আসামি সাইফুল ইসলামের এ জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সাইফুল ইসলাম ঝিকরগাছার কুন্দিপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
সাইফুল ইসলাম জানিয়েছে, সে বৈধ ভাবে একবার ভারত গিয়েছিল। সেখানে তার সাথে ভারতীয় চোরাই মোবাইল সিন্ডিকেটের এক সদস্যে সাথে পরিচয় হয়। এরপর থেকে ওই ব্যক্তি বিভিন্ন সময় ভারতীয় চোরাই মোবাইল ফোন পাসপোর্ট যাত্রীদের মাধ্যমে তার কাছে পৌঁছে দিত। সে দীর্ঘ তিন বছর ধরে এ ব্যবসা করে আসছে। এক সাথে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তার দখল হয়ে ৪৪ টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে বলে জবানবন্দিতে জানিয়েছে।
জানা গেছে, গত ১৫ আগস্ট ঝিকরগাছার নাভারন পুরাতন বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলামের দোকানে অভিযান চালায় শার্শা ও ঝিকরগাছা থানা পুলিশ। এ সময় দোকানে তল্লাশি করে ৫৩টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। স্থানীয় নেতাদের মধ্যস্থতায় পুলিশ মোটা অংকের টাকা ও দুইটি ফোন নিয়ে সাইফুলকে ছেড়ে দেয় এবং উদ্ধার মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে যায়।
এ ব্যাপারে ঝিকরগাছা ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে সাংবাদিকরা অভিযানে ব্যাপারে খোঁজখবর নিয়ে তারা বিষয়টি অস্বীকার করেছিলেন।
গতকাল রোবাবার দুপুরে যশোরের অতিরিক্তি পুলিশ সুপারের নেতৃত্বে ডিবি পুলিশ ঝিকরগাছার নাভারণ পুরাতন বাজারের সাইফুলের মোবাইলের দোকানে অভিযান চালান। এ সময় সাইফুল ইসলামকে আটক ও তার স্বীকারোক্তিতে সাইফুলের বাড়ি থেকে বিভিন্ন ব্যান্ডের চোরাই ৪৪ টি ভারতীয় মোবাইল ফোন ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এএসআই গৌরঙ্গ কুমার মন্ডল আটক সাইফুলের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে ঝিকরগাছা থানা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শিবু পদ মন্ডল আটক আসামিকে আদালতে সোপর্দ করেন। সাইফুল ভারতীয় চোরই মোবাইল ফোন ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ওই জবানবন্দি দিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ