প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2025 ইং
কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। সোমবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আলাউদ্দিন আলা, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন। স্বাগত বক্তব্য দেন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।
আলোচনা সভা শেষে চিংড়ি মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় আব্দুস সবুর মোল্লা, মাছ উৎপাদনে তরুণ উদ্যোক্তা হিসেবে ইয়াসিন আরাফাত, কার্প জাতীয় মাছ উৎপাদনে মুজিবর রহমান ও পাবদা মাছে উৎপাদনে বিশেষ অবদান রাখায় ইসরাফিল হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ