যশোর শহরের প্যারিস রোডে সাদা পোশাকে থাকা পুলিশের এক সদস্যের সঙ্গে দুর্ব্যবহার ও খারাপ আচরণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে আটক করে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় দুই সাবেক নেতা তাসকিন আহমেদ রিয়াজ ও মাহিন হোসেন ফেসবুক লাইভ করছিলেন। পুলিশের আপত্তি জানানোয় তারা চড়াও হয়ে দুর্ব্যবহার করেন। খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আবুল বাশার জানান, সংগঠনের সাবেক নেতারা দুঃখ প্রকাশ করায় ও ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার অঙ্গীকারে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে