অভয়নগর প্রতিনিধি : ১৫ আগস্টের শোক মিছিল করায় যশোরের অভয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে ৩০ জনের নামসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন, উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের ইদ্রিস আলী মোড়লের ছেলে আলী আহম্মেদ।
মামলায় অভিযুক্তরা হলেন, নাজমুস সাকিব মজুমদার, সাজ্জাদ হোসেন, সাজিদ মাহমুদ, আহাদুল শেখ, রাশেদ, জহির, ইকরাম, নাহিদ, ফয়সাল শেখ, সাকিল ওরফে সাকিব, রাজিব, রাসেল গাজী, রাশেদ মোল্যা, আশিক, সাহেব সানা, জাহাঙ্গীর বিশ্বাস, দ্বীন ইসলাম বিশ্বাস, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, বাচ্চু বিশ্বাস, রাজিব মোল্যা, মুরাদ হোসেন, আফজাল সরদার, ফিরোজ খাঁ, খন্দকার মিজানুর রহমান, রুহুল আমিন, রায়হান শেখ, ইকবাল হোসেন, ফিরোজ ভেন্ডার ও অপু হোসেনসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট ভোর ৫ টার দিকে উপজেলার ধোপাদী গ্রামের দক্ষিণপাড়াস্ত পোল্ট্রি ফার্ম সংলগ্ন রাস্তায় উল্লেখিত অভিযুক্ত দুষ্কৃতিকারীরা মাস্ক পরা অবস্থায় সমবেত হয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। এছাড়া সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান, সড়ক পথ ও কালভার্টের ক্ষতিসাধন করার চেষ্টা, রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করাসহ বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা, ধ্বংসাত্মক কর্মকান্ড করে রাষ্ট্র ও সরকার বিরোধী অপরাধমূলক কার্যকলাপ করছিল। তাদের অধিকাংশই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন যথা- ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী। নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের অভয়নগর উপজেলা শাখার প্রেমবাগ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি ফিরোজ খাঁ’র ইন্ধনে উক্ত ঘটনা সংগঠিত হয়েছে মর্মে এজাহারে উল্লেখ করেছেন মামলার বাদী আলী আহম্মেদ।
বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ‘স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর কয়েকটি ধারায় মামলা দায়ের হয়েছে। মামলা নং-১৮। আসামি আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’