প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 16, 2025 ইং
বেনাপোলে বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুকুল গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পোর্টথানার বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মুকুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার(১৫ আগস্ট) রাত ১০ টার দিকে পোর্টথানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বেনাপোল
পোর্ট পুলিশের ভারপ্রাপ্তকর্তা(ওসি) রাসেল মিয়া জানান, তাদের কাছে গোঁপন
খবর আসে নাশকতামুলক কাজের উদ্দেশ্যে কয়েকজন বৈঠক করছে। পরে অভিযান চালিয়ে
বাহাদুরপুর গ্রাম থেকে মুকুল হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। এর আগে
পুলিশের অভিযানের খবর পেয়ে অনান্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী
বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। তার বিরুদ্ধে
মামলা দিয়ে শনিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে
স্থানীয় সুত্র বলছে, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শাহাদৎ
বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রলীগ নেতা মুকুল গ্রামে আলোচনা সভা করার উদ্দেশ্যে
খিচুড়ি আয়োজন করে।
সেখানে
আ,লীগের বেশ কিছু মানুষের সমাগম ঘটে। পুলিশ খবর পেয়ে মুকুলকে গ্রেফতার করে।
মুকুল যশোর ১ আসন শার্শার সংসদ শেখ আফিল উদ্দীনের অনুসারি ও সাবেক শার্শা
উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসেনের ছোট ভাই।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ