প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 16, 2025 ইং
অভয়নগরে একই দিনে দুই মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদা প্রদান

অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগরে একই দিনে দুইজন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৬ আগস্ট) একই দিনে তাদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর দাফন ও সৎকার সম্পন্ন করা হয়।
মৃত বীর মুক্তিযোদ্ধারা হলেন, উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের নগর দেয়াপাড়া গ্রামের শাহাদাত হোসেন খান (৭৫) ও সুন্দলী ইউনিয়নের আড়পাড়া গ্রামের শঙ্করেন্দু অধিকারী (৭৭)।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন খান বার্ধক্যজনিত রোগে শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। শনিবার জোহরের নামাজ শেষে মরহুমের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
শুক্রবার একই দিন সকাল ৬ টার দিকে বীর মুক্তিযোদ্ধা শঙ্করেন্দু অধিকারী চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। শনিবার সকাল ১১ টার দিকে মৃতের নিজ বাড়ির পাশের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে স্থানীয় শ্মশানে তার সৎকার সম্পন্ন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে দুই মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এসময় মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের নেতেৃবৃন্দ, অভয়নগর থানার ওসি আব্দুল আলীম সহ পুলিশের একটি দল ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ