প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 16, 2025 ইং
অভয়নগরে শুভ জন্মাষ্টমী উৎসবে সমাবেশ ও মঙ্গল শোভাযাত্রা

অভয়নগর প্রতিনিধি: যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে যশোরের অভয়নগরে সমাবেশ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা ও নওয়াপাড়া পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে স্টেশন বাজার এলাকায় কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে পূজা, ভক্তগীতির আসর, আলোচনা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
অভয়নগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখর কুমার সাহা’র সভাপতিত্বে আলোচনা সভা ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শংকর কুমার সিংহ। সঞ্চালনা করেন, দেব কুমার ঘোষ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন অতিথিবৃন্দ। পরে মঙ্গল শোভাযাত্রা যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। দুপুরে প্রসাদ বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ