প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2025 ইং
শার্শা ইউনিয়নের চেয়ারম্যান তোতা জামিনে বের হয়ে আবারও চাঁদাবাজি মামলায় আটক

নিজস্ব প্রতিবেদক : যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হয়ে আবারও আটক হয়েছেন শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর উদ্দীন তোতা। মঙ্গলবার তাকে একটি চাঁদবাজি মামলায় আটক দেখিয়ে আদালতের সোপর্দ করেছে পুলিশ।
আটক তোতার স্বজনের জানিয়েছেন, তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। একে একে ৬ টি মামলার জামিন পেয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার সকালে তোতাকে কারাকতৃপক্ষ মুক্তি দেন। তোতা মুক্তি পেয়ে জেলগেটে আসলে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে নিয়ে যায়। বিকেলে শার্শার ব্যবসায়ী রিজাউল ইসলামের করা একটি চাঁদাবাজি মামলায় তাকে আদালতে দিয়েছে পুলিশ।
মামলার অভিযোগে জানা গেছে, ব্যবাসায়ী রিজাউল ইসলামের শার্শা বাজারে দোকান রয়েছে। ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি দুপুরে চেয়ারম্যান তোতার নেতৃত্বে অন্যান্য আসামিরা বাদীসহ আরও কয়েকজন ব্যবসায়ীকে আওয়ামী লীগের অফিসের সামনে ডেকে এনে বাজারে ব্যবসা করতে হলে প্রত্যেককে ৫ লাখ টাকা করে চাঁদা দেয়ার কথা জানান। অন্যথায় ব্যবসা করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন। বাধ্য হয়ে রিজাউল ৩ লাখ টাকা, মুদি দোকানদার লিটন শেখ দেড় লাখ টাকা, ব্যবসায়ী জামাল উদ্দিন ৪ লাখ, শরীফ দেড় লাখ, ইব্রাহিম ১ লাখ, আইনাল ১ লাখ ৮৫ হাজার টাকাসহ অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে মোট ১৩ লাখ ৭৫ হাজার টাকা চাঁদা দেয়া হয় আসামি তোতাসহ অন্যদের। আসামিরা প্রভাবশারী হওয়ায় তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা সম্ভব ছিলনা। পরিস্থিতি অনুকূল হওয়ায় তিনি শার্শা থানায় মামলা করেন। মামলার অভিযোগের ভিত্তিতে ইলিয়াস কবির তোতাকে যশোর চাঁচড়া বাসস্টান্ড থেকে আটক করা হয়। গতকাল তাকে আদালতে সোপর্দ করা হয়।
মামলার অপর আসামিরা হলো, শার্শার টিএন্ডটি অফিস এলাকার আসাদুজ্জামান আসাদ, উত্তর বুরুজ বাগানের বাসিন্দা সাবেক উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন, একই এলাকার জাকির হোসেন, শ্যামলাগাছির শফিকুল ইসলাম মন্টু ও রফিকুল ইসলাম, চটকাপোতা গ্রামের তোতা ওরফে চাকমা তোতা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ