প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2025 ইং
বালুতে পুঁতে ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি বিএনপি নেতার পরিবারের

নিজস্ব প্রতিবেদক : যশোরের নওয়াপাড়ার ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে বালুতে পুঁতে রেখে ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করেছে অভিযুক্ত বিএনপি নেতা জনির পরিবার। বিভিন্ন পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে নানা ঢঙে রঙ ছড়িয়ে অসত্য তথ্যর মাধ্যমে আমার ভাই ও পরিবারকে ক্ষতির মুখে ফেলে দিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপি নেতা আসাদুজ্জামান জনির বোন মানিজারমিন ইলোরা প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন।
সংবাদ সম্মেলনে জনির বোন মানিজারমিন ইলোরা লিখিত বক্তব্য জানিয়েছেন, শাহনেওয়াজ কবীর টিপু নওয়াপাড়ার আলোচিত প্রতারক ব্যবসায়ী। নওয়াপাড়াসহ দেশের বিভিন্ন স্থানের ৭০ ব্যবসায়ীকে গম সরবরাহের নাম করে ৪৯ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে। পাওনাদার ব্যবসায়ীরা গত ১৩ জানুয়ারি নওয়াপাড়া সার ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির বরাবর পাওনা টাকা আদায়ে আবেদন করেছিলেন। এরপর ব্যবসায়ী টিপুসহ তার পাওয়াদারদের নিয়ে ৮ দফা সমিতির অফিসে নেতৃবৃন্দ সাথে মিটিং করেন। মিটিংয়ে টিপু নিজ ব্যবস্থা প্রতিষ্ঠানের প্যাডে পাওনাদারদের নাম উল্লেখ করে টাকার পরিমান স্বীকার করেন।
তিনি বলেন, ব্যবসায়ী টিপু নাবিল গ্রুপের বিক্রয় প্রতিনিধি হিসাবে নওয়াপাড়াতে কাজ করছিলেন। জনির তার ব্যবসায়ের জন্য টিপুর কাছ থেকে গম ক্রয় ও ডেলিভারি ব্যবসা করে আসছিলেন। এক পর্যায়ে ৪ কোটি ২০ লক্ষ ৫০ হাজার টাকা টিপু গ্রহন করে গম ডেলিভারী বন্ধ করে দেয়। এতে জনির ব্যবসা স্থবির হয়ে পড়েন। এমনঅবস্থায় টিপু চুক্তি অনুযায়ী (আরটিজিএস) এর মাধ্যমে গত বছরের ২ সেপ্টেম্বর ২ কোটি টাকা পরিশোধ করেন। পুরো টাকা না দিলেও জনি টিপুকে কোন প্রকার জোরজবরদস্তি করেনি। হঠাৎ করেই থানা ও সেনা কেম্পে টিপুর স্ত্রী অভিযোগ দেন গত বছরের ১৮ সেপ্টেম্বর টিপুকে সন্ত্রাসীদের দিয়ে অপহরণ করে কণা ইকোপার্কে নিয়ে বুক সমান বালুর মধ্যে পুঁতে টাকা আদায় করেছেন।
তিনি আরও বলেন, আসাদুজ্জামান জনি দীর্ঘদিন ধরে নওয়াপাড়া পৌর বিএনপির সক্রিয় নেতা এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত। তার রাজনৈতিক উত্থান ঠেকাতে প্রতিপক্ষরা ষড়যন্ত্রমূলকভাবে এসব অপপ্রচার চালাচ্ছে। এসব তথ্যের উপর ভিত্তি করে সাংবাদিকরা নানা রঙে ঢঙে সংবাদ প্রকাশ করে আমার ভাই জনি ও পরিবারের ব্যপক ক্ষতি করেছে। মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে সংবাদ প্রকাশ না করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ