প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2025 ইং
মণিরামপুরের তুলতুলি আত্মহত্যা প্রোরচনা মামলায় স্বামী ফয়সালের ২ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : মণিরামপুরের এড়েন্দা গ্রামের গৃহবধূ রহিমা খাতুন তুলতুলি আত্মহত্যা প্রোরচনা মামলায় স্বামী ফয়সাল হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ মামলার অপর আসামি আব্দুর রশিদের রিমান্ড নামঞ্জুরের আদেশ দেয়া হয়েছে। রোববার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রাণী এ আদেশ দিয়েছেন। মারুফ হোসেন এড়েন্দা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি আসামি ফয়সাল হোসেন রোহিতা গ্রামের তৌফিকুল ইসলাম পলাশের মেয়ে রহিমা খাতুন তুলতুলিকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় আদালতের মাধ্যমে থানায় মামলা হলে পুলিশ ফয়সালকে আটক ও তুলতুলিকে উদ্ধার করে। পরে আদালতের মাধ্যমে তুলতুলিকে পিতা জিম্মায় দেয় আদালত। আসামি ফয়সাল আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে গত মে মাসে ফের তুলতুলিকে অপহরণ করে নিয়ে বিয়ে করে সংসার শুরু করে। তুলতুলিকে ফিরিয়ে আনতে পরিবার ব্যর্থ হয়।
গত ৩০ জুলাই দিবগত রাতে তুলতুলি আত্মহত্যা করেছে বলে সংবাদ পায় পরিবারের লোকজন। এ ঘটনায় তুলতুলির পিতা তৌহিদুল ইসলাম পলাশ আত্মহত্যার প্রোরচনার অভিযোগে ১ আগস্ট মণিরামপুর থানায় একটি মামলা করেন। পুলিশ অভিযোগে ভিত্তিতে আসামি ফয়সাল ও তার পিতা আব্দুর রশিদকে আটক ও ৫ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই তুহিন হোসেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক আসামি ফয়সাল হোসেনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ