প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 9, 2025 ইং
রাতের আঁধারে শিক্ষক প্রদীপের কলাবাগান উজাড়: ৪০ হাজার টাকার ক্ষতি!

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে রাতের আঁধারে এক শিক্ষকের ক্ষেতের ৪০টি কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শিক্ষক প্রদীপ কুমার সরকারের বসতবাড়ির পাশের জমিতে লাগানো ওই কলাগাছ কে বা কারা রাতের আঁধারে কেটে নষ্ট করে দিয়েছে। ঘটনা উল্লেখ করে তিনি অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
শনিবার সরেজমিন ঘটনাস্থলে গেলে শিক্ষক প্রদীপ কুমার সরকার বলেন, গত বৃহ¯পতিবার (৭ আগস্ট) সকালে ক্ষেতে এসে তার লাগানো সবরি, দুধ সাগরসহ বিভিন্ন প্রজাতির ৪০টি কলাগাছ গোড়া থেকে কাটা অবস্থায় দেখতে পান। এ ছাড়া জমির চারপাশে থাকা বেড়া ভাঙ্গা ও নেট জাল কেটে দেওয়া হয়েছে। তিনি ধারণা করছেন, বুধবার (৬ আগস্ট) রাতের আঁধারে কে বা কারা তার এ ক্ষতি করেছেন। এতে তার প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। শিক্ষক প্রদীপ কুমার সরকারের স্ত্রী সাথী চৌধুরী বলেন, ক্ষেতের সব কলাগাছের গোড়া থেকে কেটে দেওয়ায় এ গাছ আর বাঁচবে না। তাদের অনেক ক্ষতি হয়ে গেলো।
এ ব্যাপারে কেশবপুর সদর ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র দাস বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ