প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 8, 2025 ইং
হাসপাতালের জানালা ভেঙ্গে অক্সিজেন সিলিন্ডার চুরি, আটক ৩

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত একটি কোয়ার্টারের জানালার গ্রিল ভেঙ্গে রোগীদের জন্য রক্ষিত তিনটি অক্সিজেন সিলিন্ডার ও দুটি ম্যাটস চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ চুরির বিষয়টি টের পেয়ে থানা পুলিশকে জানায়। এ ঘটনায় রাতেই থানায় লিখিত অভিযোগ করেন হাসপাতালের স্টোর কিপার সাইফুল ইসলাম। রাতে পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বিজয়রামপুর গ্রামের রিয়াজ হোসেন (২৩),
হোগলাডাঙ্গা গ্রামের শরিফুল ইসলাম (৫০)
ও জয়নগর গ্রামের মহাসিন আলম (৪২)।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অনুপ বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডা. অনুপ বলেন, হাসপাতাল থেকে সিলিন্ডার ও ম্যাটস চুরি করে মনিরামপুর বাজারের একটি ভাঙ্গারির দোকানে বিক্রির সময় রাত ১০টার দিকে কয়েকজন দেখে ফেলে আমাকে মোবাইলে বিষয়টি জানান। এরপর আমরা খোঁজ নিয়ে দেখতে পাই হাসপাতালের একটি কোয়ার্টারের পিছনের জানালার গ্রিল ভাঙ্গা। সেখানে ভিতরে রক্ষিত অক্সিজেন সিলিন্ডার ও ম্যাটস নেই।
ডা. অনুপ বলেন, বিষয়টি থানায় মোবাইলে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর তারা ভাঙ্গারির দোকানে অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল জব্দ করে। ভাঙ্গারির দোকানির দেওয়া তথ্যমতে চোর সনাক্ত হয়। পরে রাতে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
"আমাদের পক্ষ থেকে স্টোর কিপার সাইফুল ইসলাম চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন," বলেন ডা. বসু।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজন মাহমুদ বলেন, রিয়াজ হাসপাতাল থেকে তিনটি সিলিন্ডার চুরি করে এনে দুটি ভাঙ্গারির দোকানে বিক্রি করেছে। দোকানি শরিফুল ইসলাম দুইটি ও মহাসিন একটি সিলিন্ডার কিনেছেন। ম্যাটস চুরির বিষয়টি জানা নেই।
এসআই সুজন বলেন, এ ঘটনায় থানায় তিন জনের নামে মামলা হয়েছে। আমরা তিন জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি।
ছবি : মনিরামপুর হাসপাতালে কোয়ার্টারের জানালা ভেঙ্গে অক্সিজেন সিলিন্ডার ও ম্যাটস চুরির ঘটনা ঘটেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ