প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 8, 2025 ইং
সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় এফবিজেএ’র তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ

গাজীপুরে দুই সাংবাদিকের ওপর পরপর ঘটে যাওয়া নৃশংস হামলা ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ)।
ফ্রান্সের স্থানীয় সময় রাত ১১টায় সংগঠনটির সমন্বয়ক সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন এবং ফ্রান্স টোয়েন্টিফোর-এর সাংবাদিক ও মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, ৬ আগস্ট (বুধবার) গাজীপুরে দৈনিক বাংলাদেশের আলো-এর সংবাদকর্মী আনোয়ার হোসেন সৌরভ (৩৫) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। পরদিন ৭ আগস্ট (বৃহস্পতিবার) প্রতিদিনের কাগজ-এর রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) সশস্ত্র হামলায় ঘটনাস্থলেই নিহত হন।
এফবিজেএ বলেছে, “যদি কোনো সাংবাদিক অপেশাদার আচরণে লিপ্ত থাকেন, তবে তার বিচার হওয়া উচিত প্রচলিত আইনের আওতায়। কিন্তু কোনোভাবেই এ ধরনের নৃশংস হামলা গ্রহণযোগ্য নয়।” সংগঠনটি দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর বিচার নিশ্চিত করার পাশাপাশি মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
বিবৃতিতে আরও বলা হয়, “গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সাংবাদিকদের সুরক্ষা এখন সময়ের দাবি। প্রতিটি নির্যাতনের ঘটনায় তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।”
এফবিজেএ সাংবাদিক সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের অধিকার রক্ষায় অটল রয়েছে এবং এ ধরনের হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনেও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
সাংবাদিক মহলে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে গণতন্ত্রের অগ্রযাত্রায় সরাসরি হুমকি হিসেবে দেখছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ