• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

তরুণীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়ানোর অভিযোগে মামলা


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার : যশোরে এক তরুণীকে ঘুরতে নিয়ে গিয়ে কৌশলে ড্রেসিং রুমে আপত্তিকর ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত তামিম হোসেন যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার লোকমান হোসেন গাজীর ছেলে।

জানা গেছে, ভুক্তভোগী ওই তরুণী গত ১০ জুলাই খুলনার সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত মামলাটি নিয়মিত এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিলে শনিবার (১৯ জুলাই) কোতোয়ালি থানায় মামলাটি রেকর্ড করা হয়।

মামলার এজাহারে তরুণী উল্লেখ করেন, তিনি বারান্দীপাড়া কদমতলার বাসিন্দা এবং তার বাবা একজন তরুণ শিল্পপতি। ২০২৪ সালে ঘটকের মাধ্যমে তামিমের পরিবার তাদের কাছে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাবটি তার বাবা গ্রহণ করেন।

এরপর চলতি বছরের ৭ জুন তামিম তরুণীকে কাপড় কেনার কথা বলে শহরের একটি শপিংমলে নিয়ে যায়। সেখানকার ড্রেসিং রুমে কৌশলে তার আপত্তিকর ছবি তোলে। পরে শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরির সময় আরও কিছু ছবি তোলে।

বিষয়টি জানার পর তরুণীর পরিবার বিয়ে দিতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে তামিম হুমকি দিতে শুরু করে। তরুণীর দাবি, ২৬ জুন এক অস্ট্রেলীয় যুবকের সঙ্গে তার মোবাইলে বিয়ে হয়। পরদিন তামিম তার বাড়িতে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনায় থানায় আরেকটি মামলাও দায়ের করা হয়।

এজাহারে আরও বলা হয়, ২৭ জুন রাত থেকে তামিম একাধিক ফেক ফেসবুক আইডির মাধ্যমে তরুণী ও তার পরিবারকে হয়রানি করতে থাকে। মেসেঞ্জার, টিকটকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয় আপত্তিকর ছবি ও মানহানিকর তথ্য। এমনকি তরুণীর স্বামী, শ্বশুর ও ননদের ফেসবুক অ্যাকাউন্টেও এসব ছবি পাঠায় এবং অর্থ দাবি করে।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, তামিম পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ডের মাধ্যমে তার দাম্পত্য জীবন ধ্বংসের চেষ্টা করছে।