
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গিয়েছেন দলটি আমির ডা. শফিকুর রহমান। শনিবার বিকাল ৫টা ২০ মিনিটের দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।
বক্তব্যের শুরুতেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে প্রথমবার ঢলে পড়েন। সঙ্গে সঙ্গে মঞ্চে থাকা দলীয় নেতাকর্মীরা তাকে সামলে নেন এবং কিছুক্ষণ পর তিনি আবার উঠে বক্তব্য শুরু করেন। তবে কিছু সময়ের মধ্যেই তিনি দ্বিতীয়বারের মতো পড়ে যান।
পরিস্থিতি বিবেচনায় পরে তিনি মঞ্চে বসে থেকেই বক্তব্য অব্যাহত রাখেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি দলটি।
আপনার মতামত লিখুন :